:
দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জে যুবলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অন্তত পাঁচজন আহত হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার দুপুরে উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, যুবলীগের মাসুম গ্রুপের নেতাকর্মীরা হাসিব গ্রুপের কর্মী শাকিলকে আটক করে মারধর করে একটি টয়লেটে আটকে রাখে।
খবর পেয়ে হাসিব গ্রুপের কর্মীরা বাজারে আসলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। সংঘর্ষে শাকিল ও মাসুমসহ পাঁচজন আহত হয়।
এসময় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শাকিল নামে একজনকে প্রতিপক্ষের মাসুম গ্রুপের লোকেরা আটকের পর উত্তেজনা দেখা দেয়। তাকে ছাড়ানোর জন্য শাকিলের লোকজন এসে গুলি চালায়। এতে কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা জানা নেই।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply