বার বাংলাদেশেও আঘাত হানলো করোনাভাইরাস। দেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।
রোববার বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর’র মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। পুরুষ দুইজন ইতালী থেকে ভ্রমণ করে দেশে এসেছেন বলে জানান আইইডিসিআর পরিচালক। এদের মধ্যে এক পরিবারের দু’জন সদস্য আছেন। বিদেশ ফেরত সদস্য থেকে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে। আক্রান্তদের বয়স ২০-৩৫ বছর।
এসময়, তাদের শারীরিক অবস্থা ভালো বলেও জানায় আইইডিসিআর। তাদের হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তবে কোন হাসপাতালে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি আইইডিসিআর।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply