:
আনরোববার সকাল সাড়ে ১১ টার সময় বেগমগঞ্জ উপজেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ এবিএম জাফর উল্যা।টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আবদুল মান্নান বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বেগমগঞ্জের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য রিয়াজ উদ্দিন বাবুল,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সিরাজ উদ্দিন স্বপন,বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ প্রমুখ। এছাড়াও বেগমগঞ্জ উপজেলা,পৌর,ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা,সাংবাদিকবৃন্দ ও চৌমুহনী সরকারী এস.এ কলেজের ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীরও উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করা হয়।উদ্বোধনী খেলা হয় নোয়াখালী একাডেমী বনাম কোম্পানীগঞ্জ একাডেমীর মধ্যে। এ সময় স্টেডিয়ামের গ্যালারীতে কানায় কানায় দর্শকের উপস্থিতি দেখা যায়। মাসব্যাপী এ টুর্ণামেন্টের নোয়াখালী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে মোট ২০টি দল অংশগ্রহণ করবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply