:
নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়নে আব্দুস শাকের (৩৪) নামের ইতালি ফেরত যুবককে কোভিট-১৯ সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই প্রবাসী জ্বর নিয়ে বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত ডাক্তার উপসর্গগুলো দেখে কোভিট-১৯ সন্দেহে তাকে হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেন।
জানা গেছে, গত ৬মার্চ ইতালি থেকে বজরা নিজ গ্রামের বাড়ীতে আসেন শাকের। ইতালি থেকে সে জ্বরে ভূগছিলেন।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান বলেন, বর্তমানে তিনি ওই হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন। পরীক্ষা করা ছাড়া তার শরীরে করোনার জীবানু আছে কিনা তা বলা যাবে না।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply