নোয়াখালী ব্যুরো :
নোয়াখালীর হাতিয়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ওছখালির পুরাতন কোর্ট এলাকার হাতিয়া অফিসার্স ক্লাব ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দোলোয়ার হোসেন বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, হাতিয়া অফিসার্স ক্লাবের নতুন ভবনের দেয়ালে দাঁড়িয়ে টিন সিডের অ্যাঙ্গেলে রঙ লাগানোর কাজ করছিলেন দেলোয়ার। এসময় নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, দেলোয়ার অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে কাজ করার সময় মাথা ঘুরে নিচে পড়ে মাথায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply