:
নোয়াখালীর সেনবাগে ইটভাটার মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম রমজান মিয়া (২৫)। মঙ্গলবার সকালে সেনবাগের মুক্তা ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান নেত্রকোনা জেলার কলমাকান্দা ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, সকালে কাঁচা ইট তৈরির জন্য মাটির স্তূপ থেকে মাটি কাটতে যান রমজান। এ সময় ওপর থেকে মাটির বড় একটি অংশ তার গায়ে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply