:
মাহামুদ হাসান ভাই কি ভাবে বিড়াল পালা শুরু করলেন?
ছোটবেলা থেকেই, বিড়াল, পাখি এগুলোর প্রতি আগ্রহ, ছয় থেকে সাত বছর খাঁচার পাখি পালন করছি, আর দেশি যে বিড়াল গুলো আছে সেগুলো সব সময় আমার বাসায় দুই থেকে তিনটা ছিল, পার্সিয়ান বিড়াল পালা শুরু করছি আজ থেকে তিন বছর আগে,
এক্ষেত্রে সে যাকে দেখে আমি সবথেকে বেশি উৎসাহ পাইছি আমার খালাতো ভাই তানভীর ইমতিয়াজ ,
ভাইয়ার বিড়াল পালা দেখেই আমি খুব বেশি উৎসাহ পাইছি,তার পর থেকে চলছে। প্রথমদিকে আমরা শখের বসেই বিড়াল পালা শুরু করছি আমাদের প্রথম বিড়ালের নাম ছিল এঞ্জেল, আমাদের প্রথম বিড়ালটি ছিল মেয়ে, এরপর ওর জন্য আমরা একটা ছেলে বিড়াল কিনে নিয়ে আসি যার নাম ম্যাক্স, এই দুইটাকে নিয়ে আমাদের শুরু এরপর ইনশাল্লাহ আমরা প্রায় 10 থেকে 12 টি বিড়াল এখন বর্তমানে আমাদের আছে।
প্রথমদিকে এটা শখের বসে থাকলেও এখন আমি বিড়াল সেল করি কারণ, এত বিড়াল তো আসলে রাখা সম্ভব হয় না তাই বাধ্য হয়ে কিছু বেবি সেল করতে হয়।
আচ্ছা ভাইয়া কোথায় সেল করেন পশু পাখি দোকান এ?
বিক্রি করার জন্য আমাদের গ্রুপ আছে, অনেক বিড়াল গ্রুপ আছে ।
আমার নিজেরই পার্সোনালি দুইটা গ্রুপ আছে,গ্রুপ গুলোর নাম হচ্ছে,
ঢাকা ক্যাট লাভার সোসাইটি অফ বাংলাদেশ,
ঢাকা পার্শিয়ান ক্যাট সোসাইটি অফ বাংলাদেশ।
এদের দাম টা কেমন হয় বাচ্চা বিড়াল এর?
ভালো মানের একটা পার্শিয়ান ক্যাট কিনতে হলে 15 থেকে 20 হাজার টাকা লাগবে কিছু কম-বেশি হতে পারে।
এই যে বাসায় থাকে আপনার এতো গুলো বিড়াল পরিবারের মানুষের সমস্যা হয় না?
বিড়াল বাসায় পুষতে গেলে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আপনার বাসা থেকে পারমিশন নিতে হবে অর্থাৎ আপনার বাসায় সবাই যেন এটা পছন্দ করে সেই বিষয়টা আপনাকে দেখতে হবে, পরিবার যদি সাপোর্ট না করে, পরিবার যদি এনিমেল লাভার না হয় তাহলে আপনার বিড়াল পুষতে অনেক ঝামেলা হবে, অনেক ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে,
তাই বিড়াল পুষতে গেলে , সর্বপ্রথম আপনার ফ্যামিলির সাপোর্ট লাগবে , ফ্যামিলির সাপোর্ট থাকলে আপনি অবশ্যই বিড়াল পুষতে পারবেন।
এদের খাবার কি দেন?
পার্শিয়ান ক্যাট এর প্রধান খাবার মাছ মাংস, কেটফুট। এছাড়াও অনেক ধরনের শুকনা ড্রাই ফুড কিনতে পাওয়া যায় কিন্তু মাছ মাংস টা ওদের সব থেকে বেশি দরকার,
তাই পার্শিয়ান ক্যাট পুষতে গেলে অবশ্যই আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী থাকতে হবে, আমাট পার্শিয়ান ক্যাট কে সারা দিন রাত মিলে চারবার খাবার দিই,
অবশ্যই এই খাবারে আপনার মাছ মাংস একটা ভালো পরিমাণে থাকতে হবে।
এরা বাচ্চা কিভাবে দেয় বছরে কয়বার?
পার্শিয়ান ক্যাট বছরে তিনবার ব্রিড করে, আর প্রতিবার এই ওরা তিন থেকে চারটা পাঁচটা ছয়টা করে ও বেবি পাওয়া যায়।
নতুন যারা পুষতে চায় তাদের জন্য কিকিছু বলেন.
এখন নতুন নতুন অনেকেই পার্শিয়ান এর প্রতি আগ্রহী হচ্ছেন, পার্সিয়ান বিড়াল পালতে চাচ্ছেন,তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব কখনোই আপনারা পার্শিয়ান ক্যাট বিক্রি করে টাকা ইনকাম করবেন বা ব্রিডার হবেন এই চিন্তা ভাবনা করে বিড়াল না পোষায় ভালো, শুরু থেকে এই ধরনের মনোভাব থাকলে আপনি কখনোই পার্সিয়ান বিড়াল পুষতে পারবেন না,,
কারন সর্বপ্রথম ওদের ভালোবাসা দরকার, ভালবেসে বিড়াল পুষলে অবশ্যই ভালো কিছু হয়।আমি প্রথম বিডিংয়ে দিছি দুই বছর পরে আমার বিড়ালদের।
এদের কেমন রোগ হয়?
বিড়ালদের রোগবালাই খুব কম হয় আর নিয়মিত ভ্যাকসিন দিলে রোগবালাই হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।
বিড়াল থেকে করোনাভাইরাস হতে পারি কি?
বর্তমান সময়ে আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে করোনাভাইরাস নিয়া,
যারা জানেনা তারা অনেকেই করোনাভাইরাস বিড়াল কুকুর এর জন্য দায়ী করতেছে।
আমি নিজেও এর ভুক্তভোগী আমাদের বাড়ীওয়ালা আমাকে দুই মাসের ভিতরে বাসা ছেড়ে দিতে বলেছেন, অনেক বোঝানোর ট্রাই করছি কিন্তু কাজ হয়নি সে বলছে বিড়াল দ্বারাই ভাইরাস ছড়ায়।
এটা সম্পূর্ণ ভুল ধারণা বিড়াল কুকুর কখনোই করোনাভাইরাস ছরাচ্ছে না এটা নিয়ে আমাদের, বিভিন্ন চ্যানেলে সম্প্রতি একটা প্রতিবেদন হয়েছে যে বিড়াল কুকুর করনা ভাইরাস ছড়ায় এরকম কোন তথ্য পাওয়া যায়নি, তাই সবাইকে বলব যে এরকম কোন তথ্যের বিভ্রান্ত না হয়ে নিজ সত্যিটা জানার চেষ্টা করুন যে বিড়াল কুকুর দ্বারা কখনোই কোন ভাইরাস ছড়ায় না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রতিবেদন রিপোর্ট কিন্তু বলা হয়েছে যে গৃহপালিত পশুপাখি, বিড়াল কুকুর দ্বারা করোনা ভাইরাস ছড়ায় না,
তাই সবাইকে বলব যে আপনারা সবাই এই ধরনের তথ্যের বিভ্রান্ত না হয়ে সবাই যদি আমরা ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে করোনাভাইরাস আমাদের কিছু করতে পারবে না।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply