:
নবেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমের দূর্ণীতির বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের সংবাদ সম্মেলন করেন। বুধবার বেগমগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের কার্যালয়ে লিখিত বক্তব্যে সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ বলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম উপজেলার ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুড লাক কোম্পানির মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা মেশিন যার মূল্য সাড়ে সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা অথচ তিনি প্রতিটি মেশিন বাবদ সতের হাজার পাঁচ শত টাকা আদায় করে বড় অংকের টাকা আত্মসাৎ করেন। সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ আরো বলেন উপজেলার বিভিন্ন হাট-বাজার ইজাড়া থেকে ১৫% হারে এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন বাবদে ৫% হারে দেওয়ার নিয়ম থাকলেও তিনি না দিয়ে নিজেই আত্মসাৎ করেন। এছাড়াও উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নানাহ অনিয়মের লিখিত অভিযোগ দিলে তাঁকে কর্তৃপক্ষ স্ট্যান্ড রিলিজ করলেও তিনি বহাল তবিয়তেই রয়েছেন। ইতিপূর্বে দুই দিন আগে পেশাজীবি জনগন তাঁর বিরুদ্ধে জুতা ও ঝাড়– মিছিল করে। এদিকে বৃহস্পতিবারের সকাল ১০টার মধ্যে তিনি স্বেচ্ছায় বিদায় না নিলে স্থানীয় জনতা মানববন্ধন ও র্যালি করবে বলে ঘোষণা দিয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply