:
ডেক্স রিপোর্টঃ সম্প্রতি বিদেশ ফেরত ব্যক্তিদের উদ্দেশে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, আপনারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। আপনাদের সন্মান জানাই, যারা সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন তারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। হোম কোয়ারেন্টাইনে থাকুন। নিজের ও পরিবারের সদস্যদের কথা বিবেচনা করে হলেও নিরাপদ দুরত্ব বজায় রেখে চলুন। তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পাশাপাশি সবার এগিয়ে আসতে হবে। তবে বিদেশ ফেরত ভাইদের সচেতনতা করোনা প্রতিরোধে মূখ্য ভূমিকা রাখবে,কারন তারা হোম কোয়ারেন্টাইন মেনে চললে করোনা ছড়ানো কিছুটা হলেও হ্রাস পাবে। তিনি আরও বলেন বিজ্ঞান সম্মত পদ্ধতি মেনে চলতে হবে সবাইকে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোর উদ্যোগ গ্রহণ করা দরকার। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে করোনা পাদুর্ভাবে ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা রিপোর্টস ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রিয়াজ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক বাদল মাতবর। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, করোনাভাইরাসে বিশ্বের বড় বড় রাষ্ট্র আক্রান্ত। অনেক দেশে ভয়াবহ অবস্থা সৃৃষ্টি হয়েছে। করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রিম পদক্ষেপ গ্রহণ করেছেন। সেনাবাহিনীর তত্বাবায়নে এখন কাজ শুরু হয়েছে। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল প্রচেষ্টায় বাংলাদেশে করোনার প্রভাব অনন্য দেশের তুলনায় কম হবে।।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply