নিতি আরো বলেন, প্রতিটি ব্যক্তি যদি তার নিজের সাধ্য অনুযায়ী দেশের এই সংকটময় মুহূর্তে এগিয়ে আসে। তাহলে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায় সবাই উপকৃত হবে । সকলের কাছে আমার অনুরোধ, আসুন আমরা আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সচেতন করি ও সবাইকে এই মহামারী করোনা ভাইরাস থেকে বেচে থাকার জন্য সহায়তা করি ।
তাকে প্রশ্ন করা হয়, আপনি এই বিতরণ কার্যক্রমটি আনুষ্ঠানিক ভাবে করলেও করতে পারতেন?? তিনি উত্তরে বলেন, আমি শোডাউন বা প্রচারে বিশ্বাসী নয় । আমি কাজে বিশ্বাসী তাই আমি এগুলো থেকে সব সময় বিরত থাকি । কারন কাজ করব মানব কল্যাণে, সেখানে প্রচার বা শোডাউনের কিছু নাই ।
এই বিতরণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস দিদারের নেতৃত্বে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বর্তমান অন্যতম সহ-সভাপতি কাযী রাকিবুল ইসলাম ( সুমন কাজী), রাতইল ইউনিয়নে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনামুল হাসান ( সজীব কাজী) সহ আরো অনেকে মিলে বিতরণ করেছেন ।
Leave a Reply