:
ফরিদগঞ্জে ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়নে স্থানীয় সামাজিক সংঘঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ও তরুনদের যৌথ উদ্যোগে সম্পূর্ন অরাজনৈতিক ভাবে জনস্বার্থে করোনা প্রতিরোধে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে। রবিবার ২২.০৩.২০২০ইং তারিখে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬নং গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া বাজার ও আশে-পাশে প্রায় ১৮০ মাস্ক. দোকানে উপস্থিত জনসাধারনের মাঝে ৩শতাধিক হ্যান্ড স্যানিটাইজারের বোতল,সচেতনতা মূলক ১ হাজার হ্যান্ডবিল বিতরন করেন। এবং মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতা মূলক পেস্টুন,স্যানিটাইজার ও সাবান বিতরন করে।
পাশাপাশি ঐ অঞ্চলে বিভিন্ন. চা এর দোকান,মুদি দোকান, সেলুন,হোটেল, সিএনজি,রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সার ভিতর স্যানিটাইজার দিয়ে স্প্রে করা হয় এবং স্যানিটাইজারের ব্যবহার পদ্ধতি দোকানদার ও সাধারন জনগন এর মাঝে এর ব্যবহার করা বিভিন্ন নিয়ম দেখিয়ে দেওয়া হয় । এবং সেলুনের খুর,কাচি,চিরনী একজনের কাজ করার পর এবং চায়ের দোকানের চায়ের কাপ প্রতি একজন ব্যবহার করার পর গরম পানি দিয়ে পরিষ্কার করতে পরামর্শ দেওয়া হয়।
এছাড়া ও শনিবার ২১.০৩.২০২০ইং তারিখে দিন ব্যাপী সংগঠনটি ইউপি চেয়ারম্যানের অফিস থেকে বিদেশ-ফেরত প্রবাসীদের তালিকা সংগ্রহ করে। এবং বিভিন্ন ওয়ার্ড মেম্বারদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের হোম-কোয়েরেন্টাইন নিশ্চিত করে। প্রবাসীদের সম্পূর্ন একা থাকতে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক পরামর্শ দেন। এবং প্রবাসীরা যেন ঘরের বাহিরে কোন ঘুরা-ফেরা না করে তার জন্য পরামর্শ ও নিয়ম কানুন অমান্য করলে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হবে বলেও সর্তক করেন। স্থানীয় বেসরকারী কিন্ডারগার্টেন ও কোচিং সেন্টারগুলোতে যেন সরকার ঘোষিত নিয়মনুযায়ী সকল কার্যক্রম বন্ধ রাখে সে বিষয়ে একাডেমী পরিচালকদের অবগত করেন ।
জনসচেনতার এই কার্যক্রমে তরুনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বসময় সংগঠনের পাশে থাকার ইচ্ছে ব্যক্ত করেন চাদঁপুর জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু,ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভূইয়া,প্যানেল চেয়ারম্যান শরিফ গাজী ইউপির অন্যান্য সদস্যবৃন্দ ।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর সদস্যরা ব্যাতিতও যে তরুনরা কাজ করেছেন তারা হলেন, বাহাউদ্দিন আবির, খলিলুর রহমান,ফয়সাল হোসেন,রফিকুল ইসলাম,জসিম শেখ,লিমন মজুমদার,নূরে আলম আলো,শেখ ফরিদ,সৈকত হোসেন সহ আরো অনেকেই।এরা সকলেই দেশের বিভিন্ন ভার্সিটির সাধারন ছাত্র।
দিনব্যাপী জনস্বার্থে এই মহতি কার্যক্রমের নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিভাইটিং সোসাইটির নির্বাচিত সাধারন সম্পাদক বাহাউদ্দিন আবির ও আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর পরিচালক পারভেজ মোশারফ প্রমূখ ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply