সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় জ্যোতি (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার(১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের সামনে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
নিহত জ্যোতি সখিপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে ও সখিপুর দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কটি পার হয়ে স্কুলে যাচ্ছিল জ্যোতি। এসময় সাতক্ষীরা অভিমুখ থেকে কালীগঞ্জ গামী একটি হলুদ রংয়ের পিকআপ জ্যোতিকে পিষ্ট করে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে জ্যোতির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সরকারি কেবিএ কলেজের সামনে সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কটি প্রায় দু’ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীরা।
এসময় তারা একটি পিকআপ ভাঙচুর করে মহাসড়কের ওপর উল্টে ফেলে রাখার পাশাপাশি রাস্তায় গাছ, স্কুলের বেঞ্চ রেখে মহাসড়কটি পুরোপুরি অবরোধ করে রাখে। পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন,দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply