প্রাণঘাতী করোনাভাইরাস গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত সারাবিশ্বে ৯ লাখের ও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। তার মধ্যে প্রাণ হারিয়েছে ৪৩ হাজারেরও বেশি মানুষ।
চীন থেকে এ ভাইরাসের উৎপত্তি হলেও ইউরোপজুড়েই করোনা ভয়াবহ হয়ে উঠেছে। বাংলাদেশেও করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরবন্দি হয়ে কাটছে মানুষের দিন।
সরকার ও প্রশাসনের পাশাপাশি জনপ্রিতিনিধিরা ও মানুষকে সচেতন করছেন ও সহযোগিতা করছেন নানা ভাবে। সেই ধারাবাহিকতায় এবার অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের মিজান চেয়ারম্যান।
আলহাজ্ব মিজানুর রহমান করোনা পরিস্থিতি মোকাবেলায় গরীব, দুস্থ ও অসহায় মানুষের সহযোগীতায় আজ বৃহস্পতিবার সকালে যুগিবরাট মাদ্রসায় ও ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় মানুষ, ভ্যান, নছিমন, ঘোড়ারগাড়ী চালকদের মাঝে চাল, ডাল, আলুসহ প্রয়োজনীয় খাদ্র সামগ্রী বিতরন করেন।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মিয়া জানান, আলহাজ্ব মিজানুর রহমান এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে সব সময় ছিলেন। বর্তমানে করোনা পরিস্থিতিতে ও এলাকার মানুষ যাতে ক্ষুধায় কষ্ট না পায় সেজন্য তিনি দুস্থ ও অসহায় মানুষের জন্য আজ বৃহস্পতিবার সকালে খাদ্র সামগ্রহী বিতরন করেন।
এই বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা ও পাচুড়িয়া ইউনিয়ন পরিশোধের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান বলেন প্রয়োজনে আরও ত্রাণ বিতরণ করা হবে। জাতির এই কঠিন সময়ে জনপ্রতিনিধি হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব এ ছাড়া ও করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply