কাশিয়ানী প্রতিনিধিঃ- স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু তানহার। মায়ের কোলে বসে দুপুরের খাওয়া হলো না তার। গাছের নিচে চাপা পড়ে জীবন দিতে হলো তাকে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে, আজ বুধবার সাড়ে ১২ টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ডহর দূর্গাপুর গ্রামে।
জানাগেছে, কাশিয়ানী উপজেলার ৩৩ নং ডহর দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রি তানহা (০৫) বিদ্যালয় ছুটির পর বাড়িতে ফিরছিলো ঠিক তখনই রাস্তার পাশে শ্রমিকরা ওই গ্রামে পবন শেখের ছেলে মোঃ নূরু শেখের বিক্রি করা ইপিল ইপিল গাছ কাটছিলো শ্রমিকরা। একটি গাছের বড় অংশ অনেক উপর থেকে তানহার উপর পড়লে সে ঘটনা স্থলে মরা যায়। তানহা ওই গ্রামের মোঃ টুটুল শেখের মেয়ে।
স্থানীয়রা মোঃ মামুন মুন্সি (২৫) নামের এক শ্রমিককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply