নিজস্ব প্রতিবেদকঃ :
নভেল করোনাভাইরাস (কভিড-১৯) রোগের প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় অসহায় দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আজ ৬ এপ্রিল(সোমবার)ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত শ্যামপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় দুঃস্হ কর্মহীন মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
ত্রান সামগ্রী বিতরণ কালে তিনি বলেন দেশের এই ক্রান্তিলগ্নে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের এই কার্যক্রম প্রতিটি থানায় ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে এবং
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলার ও আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply