ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন। তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজারে ও সাধারন মানুষের বাড়িতে যেয়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছেন।তিনি বলেন শুধুমাত্র কঠোরতা দিয়ে মানুষকে ঘরে ফেরানো সম্ভব নয়।সাধারন মানুষদের করোনা সংক্রমণ বিষয়ে বুঝিয়ে উদ্বুদ্ধ করে ঘরে ফেরাতেই হাট-বাজারে ও মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমার এই প্রচারণা।শেখ দেলোয়ার হোসেন আলফাডাঙ্গা উপজেলা বাসী সহ সকলকে করোনাভাইরাস থেকে সতর্ক থাকতে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া থেকে শুরু করে মুখে মাস্ক ব্যবহার,সামাজিক দুরত্ব বজায় রাখা সহ বাসা-বাড়িতে থাকতে অনুরোধ করে আসছেন।প্রতিবেদককে শেখ দেলোয়ার হোসেন বলেন করোনা ভাইরাসের কারনে উপজেলার অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে,আমরা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করছি।দেশের এই ক্রান্তিলগ্নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন তা মেনে চলার ও আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply