এম.এম.লিয়াকত হোসেন(লিটন): ‘যদি হও রক্তদাতা,জয় করবে মানবতা” এই স্লোগান নিয়ে যাত্রা শুরু হয়েছিল ফরিদপুর জেলার বোয়ালমারী থানার একমাত্র স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “ব্লাড ব্যাংক অব বোয়ালমারী’র”। তবে হাটিহাটি পা পা করে স্বপ্ন বোনা একঝাক তরুণের অক্লান্ত পরিশ্রমে এখন আর তা রক্ত দানের আহবানে সীমাবদ্ধ নেই। সেটি এখন একের পর এক নানান সামাজিক কাজের দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। মরণঘাতি নোভেল (কভিড-১৯)করোনা ভাইরাসে তাদের রীতিমতো যোদ্ধার ভূমিকা এ জনপদের মানুষের বিবেককে নাড়া দিচ্ছে বারংবার। করোনা পরিস্থিতি মোকাবেলায় দিন-রাতের পার্থক্য ভুলে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্যাংক অব বোয়ালমারী’র সদস্যরা।
এই দূর্যোগে তাদের কিছু সাহসী ভূমিকা তুলে ধরা একান্তই কর্তব্য হয়ে উঠেছে। বোয়ালমারী ও এর আশেপাশের একদম অসহায় পরিবার, কাজ না করলে যাদের চুলা জ্বলে না, তাদের দুয়ারে দুয়ারে চাউল, আটা, আলু, ডাল ও সাবানের সমন্বয়ে একটি প্যাকেজ পৌছে দিচ্ছে সংগঠনটির যোদ্ধারা। দূর-দূরান্ত অলি-গলি কি সকাল আর কি গভীর রাত তাদের কাছে সব যেন একটা মামুলি ব্যাপার। এপর্যন্ত প্রায় চার শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে তারা এবং এই কর্মসূচি চলোমান রেখেছে। এছাড়া বোয়ালমারীর কয়েকটি গুরুত্বপূর্ণ লোকালয়ে রয়েছে তাদের দৃষ্টিনন্দন ওয়াটার ড্রাম। যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ হাত পরিষ্কার করে প্রসংশাসূচক বাক্য ছুড়ে দিচ্ছে। এদিকে বোয়লমারী বাজারের প্রতিটা অলগলি জিবানু নাশক স্প্রে করে বাজারে আগত মানুষের নিরাপত্তার চেষ্টা করেছে। সাথে সাথে বাজারে দুরত্ব রেখা টেনে সবাইকে সতর্ক করছে। ব্লাড ব্যাংক টিম বাজারে মাঝে মাঝেই সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। মাস্ক পরতে ও হাত পরিষ্কার করতে তারা পথচারীদের আহবান জানিয়ে যাচ্ছে। সাথে সাথে খেটে খাওয়া মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচী চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বাজারের ভারসাম্যহীন মানুষদের দেখভালের কাজ এর সদস্যরা যেন নিজ কাধে তুলে নিয়েছে।
ইতমধ্যেই এক অসুস্থ ভারসাম্যহীনকে সুস্থ করে তুলেছে প্রায়। সাথে সাথে প্রতিদিনই খাবারের যোগান দিচ্ছে বাজারের বেওয়ারিশ কুকুর আর ভেড়াগুলোকে। এদিকে সংগঠনটির মেডিকেল টিমের সদস্যরা ভ্রাম্যমাণ ও ফোন কলের মাধ্যমে চিকিৎসা সেবা চালু করেছে। এছাড়াও প্রসংশনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে তারা। মনোবল ঠিক রেখে এসব কাজ সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। সংগঠনটির সদস্যদের হাত খরচের টাকা ও নিজেদের আত্মীয় স্বজন ও কিছু বড় মনের মানুষদের থেকে প্রাপ্ত সহযোগিতাই তাদের কাজের একমাত্র ভরসা। ব্লাড ব্যাংক অব বোয়ালমারী চায় এই ভয়ানক করোনা ভাইরাস থেকে ভালো থাকুক দেশ, ভালো থাকুক তাদের প্রাণের বোয়ালমারীর প্রত্যেকটি মানুষ। বিঃদ্রঃ সংগঠনটি বোয়ালমারী ও এর পাশের তিন শতাধিক রুগীকে রক্তের সেবা দিয়েছে। তাদের সাথে যেকোনো প্রয়োজনে যোগাযোগ মাধ্যম-01851400156, 01998607943, 01721014675
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply