:
কুড়িগ্রামে আরো ৮ জনের শরীরে করোনার অস্থিত্ব পাওয়া যায়নি। এনিয়ে জেলায় ৩৬জনের রিপোর্টই নেগেটিভ বলে স্বাস্থ্যবিভাগ সূত্র নিশ্চিত করেছে। অপরদিকে রোববার পর্যন্ত ৭৭জনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আরো ৩৪জনের নমুনা প্রস্তত করা হচ্ছে বলে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে এ পর্যন্ত ৩৬টি নেগেটিভ রিপোর্টের মধ্যে ভুরুঙ্গামারীর ৯জন, ৬জন করে আছে কুড়িগ্রাম সদর ও রাজারহাটের, রৌমারীর ৫জন, চিলমারীর ৪জন, নাগেশ্বরীর ৩জন, উলিপুরের ২জন এবং চর রাজীবপুরের ১জন।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, রোববার (১২এপ্রিল) ৮জনের রিপোর্ট পাওয়া গেছে। যাদের সকলের ফলাফল নেগেঠিভ এসেছে। এরা হলেন ভুরুঙ্গামারী উপজেলার ৬জন, নাগেশ্বরীর একজন ও চিলমারীর একজন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply