করোনা পরিস্থিতি মোকাবেলায় দিন-রাতের পার্থক্য ভুলে ছুটে বেড়াচ্ছেন মানবতার কল্যাণে মানবতার ফেরিওয়ালা ও বর্তমান পরিস্থিতিতে “করোনা মুক্তিযোদ্ধা” হিসেবে খ্যাত শাহারিয়া নাজিম শাওন।এরই ধারাবাহিকতায় অসহায়, হত দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে এলাকার কিছু বড় মনের মানুষের অর্থায়নে ও নিজের প্রচেষ্টায় আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছে শাহারিয়া নাজিম শাওন।
যখনই জানতে পারছে কোথাও কেউ অভুক্ত আছে দিবা কিংবা রাতে ছুটে চলেন খাদ্যসামগ্রী নিয়ে উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।এ সেবা শুধু তার নিজ উপজেলা আলফাডাঙ্গায়-ই নয়,পার্শ্ববর্তী উপজেলায়ও সে ছুটে চলেছেন বিরামহীন।
শাহারিয়া নাজিম শাওন বলেন দেশসেবা ও মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে চলছি। অসহায় ও দরিদ্র মানুষের সেবার জন্য সবসময় কিছু করার চিন্তা নিয়ে এগোতো থাকি।এ পর্যন্ত প্রায় ২৬০ ব্যাগ রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি,তন্মধ্যে নিজেই ১০ বার রক্ত দিয়েছি।আমি কারো দুঃখ সহ্য করতে পারি না,অসহায় মানুষের দুঃখ আমাকে কষ্ট দেই,তাই দিগ্বিদিক ছুটে বেড়ায় মানুষের সহযোগিতা করার জন্য,
তিনি বলেন, আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ও উদ্বুদ্ধ করেছি। শুধু এই মহামারীতেই নয়, বিভিন্ন সময়ে কষ্ট পাওয়া গরীব ও অসহায় ব্যক্তিদের জন্য রাতের আঁধারে অলিতে-গলিতে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করছি।আমার এসব কাজ করার পিছনে আমার নিজের এলাকার কিছু কৃতি সন্তান রয়েছেন, তাদের পরামর্শে ও অর্থায়নে এসব কাজ করি আমি।আমার পরিবার সব সময় আমাকে সাপোর্ট দেয়,আমি যখন যা চাই তাই দিয়ে আমাকে সহযোগিতা করার চেষ্টা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষে অধ্যায়নরত শাওন,থাকেন হাজী মুহম্মদ মুহসীন হলে,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় কর্মী,আলফাডাঙ্গার এই গর্বিত সন্তানের মহানুভবতায় মুগ্ধ হয়েছে অনেকেই, আর তার জন্য শুভ কামনা করেছে উপকারভোগীরাই।
তার সাথে বিভিন্ন সময়ে মানবতার কাজ করা সোনারগাঁও কলেজে অধ্যায়নরত ছাত্রলীগ কর্মী আমজাদ হোসেন জুয়েল বলেন শাহারিয়া নাজিম শাওন শুধু আলফাডাঙ্গা উপজেলা নয় আমি মনে করি সারা ফরিদপুরের একজন গর্বিত সন্তান। তার কার্যক্রমে আমরা উজ্জিবীত হই।সে সব সময়েই আমাদেরকে নিয়ে সমাজের নানা ধরণের উন্নয়নমূলক কাজ করতে চায়। আর তার এসব কাজ দেখে আমরা উৎসাহ পাই।
আলফাডাঙ্গা উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন বলেন,শাওনকে নিয়ে আমরা গর্ব করি।সে অত্যন্ত মেধাবী ছাত্র ও পরোপকারী,বর্তমান পরিস্থিতিতে মানব কল্যাণে কাজ করে যাওয়া শাওনেরা বেঁচে থাকবে মানুষের হৃদয়ের মানসপটে।শাওনের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো সে যেন আমৃত্যু মানুষের সেবায় কাজ করে যেতে পারে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply