1. royelllab@gmail.com : admin : কালের চাকা ডেক্স :
  2. kashiani09@gmail.com : Uzir Poros : Uzir Poros
  3. newsdex@kalerchaka.com : নিউজ ডেক্স : নিউজ ডেক্স
  4. shaonbsl71@gmail.com : Shaharia Nazim Shaon Staff Reporter : Shaharia Nazim Shaon Staff Reporter
  5. soykatsn@gmail.com : Soykat Mahmud : Soykat Mahmud
  6. kcnewsdesk@kalerchaka.com : কালের চাকা ডেস্ক 2 : কালের চাকা ডেস্ক 2
  7. hksopno51@gmail.com : Shopno Mahmud : Shopno Mahmud
  8. demo@gmail.com : demo demo : demo demo
  9. editorparosh@gmail.com : editor parosh : editor parosh
  10. adminx@gmail.com : admin admin : admin admin
  11. admin@kalercchaka.com : admin Admin : admin Admin
  12. info@breakignews.com : Br ki : Br ki
  13. newsroom@kalerchaka.com : News Room : News Room
  14. niloykustia@kalerchaka.com : Niloy Rasul : Niloy Rasul
  15. info@pressengine.xyz : Press engine : Press engine
  16. royel.oe@gmail.com : Shakil Shakil : Shakil Shakil
  17. subadmin@dtmti.com : subadmin subadmin : subadmin subadmin
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিস :
দৈনিক "কালের চাকা" পত্রিকার সকল স্টাফ, সম্পাদক পরিষদ সহ সকল লেখক, পাঠক, বিঞ্জাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে দৈনিক কালের চাকা পত্রিকার লোগো পাল্টানো হয়েছে আপনার আজ থেকে কালের চাকা সংশ্লিস্ট সকল জায়গায় নতুন লোগো দেখতে পারবেন শুভেচ্ছান্তে - সম্পাদক ও প্রকাশক দৈনিক কালের চাকা
শিরোনাম
আলফাডাঙ্গায় জমিয়তে উলামায়ে ইসলামের কমিটি গঠন ছাত্রদের চোখের জলে স্কুল থেকে বিদায় নিলেন শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক জনাব শামসুল হক মাষ্টার। নকল ভেজাল নিম্নমানের কসমেটিকসেবাজার সয়লাব দায় কার?? – ড. এম. এন. আলম ঔষধের মূল্য বৃদ্ধির এ প্রবণতা রুখতেকতিপয় সুপারিশ ও প্রস্তাবনা-ড.এম.এন.আলমসাবেক উপপরিচালক ও আইন কর্মকর্তাঔষধ প্রশাসন অধিদপ্তর। বগুড়ার ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ১০ টাকায় পাঞ্জাবি, ১০০ টাকায় প্রেসার কুকার, আজ রাতে পাবেন ইভ্যালিতে প্রেসক্লাব আলফাডাঙ্গা’র শুভ উদ্বোধন কোনো নায়িকাই পেলেন না নৌকার টিকিট বাগেরহাট-৩ এ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আলহাজ্জ্ব ইদ্রিস আলী ইজারাদার ব্রেকিং নিউজ: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মোংলা পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

আলফাডাঙ্গায় ভোট উৎসবের বেসরকারী ফলাফল ঘোষনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ১৫১৪৫৭ নিউজটি দেথা হয়েছে

আলফাডাঙ্গায় ভোট উৎসবের বেসরকারী ফলাফল ঘোষনা

রিয়াজ মুস্তাফিজ

৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোট গ্রহণে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ৩৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।নির্বাচন উপলক্ষে কোথাও কোন সংঘর্ষ ও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ছিল কঠোর।যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা ছিল প্রস্তুত।আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন সোমবার সকাল ৮ টা থেকে একটানা ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত।

এ নির্বাচনে আলফাডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৮২হাজার ৪ শত ৩২জন।এর মধ্যে ভোট জমা পড়েছে ৪৭হাজার ২শত ৫৯টি।মোট বৈধ ভোটের সংখ্যা ৪৬,১৫৬টি ও মোট অবৈধ ভোটের সংখ্যা ১,১০৩ভোট।গড়ে মোট ভোটের ৫৭.৩৩% ভোট কাস্টিং হয়েছে।

উক্ত নির্বাচনে ৩ টি পদে মোট ১৭জন প্রার্থীর মধ্যে ৮জন চেয়ারম্যান পদে, ৪জন ভাইস চেয়ারম্যান পদে এবং ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ফলাফল বিবরণী ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায় ও উপজেলা নির্বাচন অফিসার হাছেনউদ্দীন আহমেদ।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে আওয়ামীলীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে কাপ পিরিচ প্রতীকে ১৩হাজার ৬শত ৩০ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন পেয়েছেন ৯ হাজার ৪শত ৮৮ভোট।স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম জাহিদুল হাসান (জাহিদ) ৪হাজার ১শত ৪২ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী এস.এম আকরাম হোসেনকে পরাজিত করেন।

চেয়ারম্যান পদে অপর ৬জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে টেলিফোন প্রতীক নিয়ে মো.ইব্রাহীম মোল্যা পেয়েছে ৭,৩৫৪ভোট,কাজী হারুনার রশিদ (দোয়াত কলম)-৬,৬১৭ ভোট,আব্দুর রহমান জিকো (আনারস) – ৪,০৪৫ ভোট,বর্তমান উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন (মোটর সাইকেল) – ৩,৫০১ভোট,আলম খান (হেলিকপ্টার) – ১,০২২ ভোট ও আকরামুজ্জামান শেখ (ঘোড়া) প্রতীক নিয়ে ৪৯৯ ভোট পেয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে শেখ দেলোয়ার হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ২৪হাজার ২শত ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খান আমিরুল ইসলাম টিয়া পাখি প্রতীক নিয়ে ১৩হাজার ১৩ভোট পেয়েছে।শেখ দেলোয়ার হোসেন ১১হাজার ২শত ৩৫ভোট বেশী পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খান আমিরুল ইসলামকে পরাজিত করে।ভাইস চেয়ারম্যান পদে অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান (তালা)- ৫,২৩৭ ভোট ও মো. আকবর মিয়া (চশমা) – ২,৬৭৯ ভোট পেয়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লায়লা পারভীন ফুটবল প্রতীকে ১৬হাজার ৭৩ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসা. বিউটি বেগম প্রজাপতি প্রতীক নিয়ে ১০হাজার ৫ভোট পেয়েছে।লায়লা পারভীন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিউটি বেগমের থেকে ৬,০৬৮ ভোট বেশী পেয়ে জয়লাভ করেছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে অপর ৩জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মোসা. খাদিজা পারভিন (হাঁস) ৭,১৬৬ ভোট,মোছা. সুলতানা রাজিয়া (কলস) ৫৬০৫ ভোট ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম (পদ্মফুল) ৫,৪১০ ভোট পেয়েছে।

নির্বাচনে কর্তব্যরত প্রিজাইডিং অফিসারসহ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, “কোনো কেন্দ্রেই কোন প্রকার অপ্রীতিকর ঘটনা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি,এমনকি নির্বাচন ১০০% সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেন ভোটারগণ।এমনকি এমন সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন এই প্রথম হলো বলেও জানা যায়, কেননা প্রশাসনের ছিলো সুনজর ও কড়া নিরাপত্তা।উক্ত ভোট দানের মাধ্যমে ভোটারগণ তাদের যোগ্য প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে আবারও প্রমাণ করে দিল যে, “জনগণই সকল ক্ষমতার উৎস”।

Print Friendly, PDF & Email

নিউজটি ফেচবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সর্বশেষ সংবাদ

© All rights reserved 2000-2025 © kalerchaka.Com

Developed by MozoHost.Com