:
ভূরুঙ্গামারীতে শারিরীক দূরত্ব নিশ্চিত করতে খোলা মাঠে বাজারের আয়োজন
আজিজুল হক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে শারিরীক দূরত্ব বজায় রাখতে ভূরুঙ্গামারী উপজেলার সকল হাট-বাজারকে খোলা মাঠে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা সদরের সবচেয়ে বড় হাটটি শনি ও মঙ্গলবার হওয়ায় এ উপজেলার ১০টি ইউনিয়নের মানুষ তাদের উৎপাদিত পণ্য-সামগ্রী ক্রয়-বিক্রয় করতে এই হাটে অাসে। ব্যাপক লোক সমাগম ঘটার কারণে শারিরীক দূরত্ব নিশ্চিত হয় না। বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে জনসমাগম থেকে দূরে থাকা এবং শারিরীক দূরত্ব নিশ্চিত করা। কিন্তু, পূর্বের জায়গাগুলোতে হাট-বাজার বসলে তা মেনে চলা কোন ক্রমেই সম্ভব হয় না। তাই উপজেলা সদরের এই হাটটিকে অদূরে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠে সাময়িক স্থানান্তর করা হয়েছে।এবিষয়ে উপজেলা নিবার্হী অফিসার ফিরুজুল ইসলাম বলেন, শুধু ভূরুঙ্গামারী সদরের এই হাট নয় উপজেলার সকল হাট-বাজারকে পার্শ্ববর্তী কোন
বিদ্যালয়ের মাঠ কিংবা বিস্তীর্ণ খোলা মাঠে স্থানান্তরের নির্দেশ দেওয়াা হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply