প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস(কভিড-১৯) আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব।করোনা ভাইরাস বিস্তার রোধে লকডাউন চলছে সর্বত্র।ইতি মধ্যেই সারাদেশ করোনা ঝুকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।এতে করে খাদ্য সংকটে পড়েছে কর্মহীন অসহায় মানুষেরা।সরকারের পাশাপাশি অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন ব্যক্তি,সামাজিক ও রাজনৈতিক সংগঠন।এমতঅবস্থায় কর্মহীন অসহায় ও দুঃস্থ ৪০টি পরিবারের মাঝে (প্রথম ধাপে) খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন আলফাডাঙ্গা’র এসএসসি-২০১৯ ব্যচ।আজ (১৭এপ্রিল)শুক্রবার আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন এই শিক্ষার্থীরা।বাড়ি বাড়ি গিয়ে তারা নিরাপদ দুরত্ব মেনে চাল,ডাল,আলু,লবন, পেঁয়াজ,রসুন,তেল সাবান,সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
খাদ্যসামগ্রী দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে করোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ সহ সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন এই শিক্ষার্থীরা।এসএসসি ২০১৯ ব্যচের সম্পদ সাহা ও হাসিব আল-মামুন জানান দান বা ত্রান হিসেবে নয়,আমরা এটাকে উপহার সামগ্রী হিসেবে দেখছি,এই মহামারীতে সামান্য হলেও খেটেখাওয়া মানুষ উপকৃত হবে,এজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন এই শিক্ষার্থীদের।এসময় উপস্থিত ছিলেন এসএসসি ২০১৯ ব্যচের সম্পদ সাহা,বাসুদেব কুন্ডু জয়,হাসিব আল-মামুন,সৈয়দ রিয়াদ,অর্নব,সৈয়দ আবদুল্লাহ,মিলি,লিয়া,খাদিজা,উর্মী সহ প্রমুখ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply