:
ব্রাহ্মনবাড়ীয়ার নবীনগরে লোকশিল্পী মনোরঞ্জন মালাকারের (৬০) পরলোক গমন। তিনি নারায়নপুর নিজ বাড়িতে আজ সকালে মৃত্যু বরন করেন। তিনি দীর্ঘ দিন যাবৎ মরনব্যধি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মনোরঞ্জন মালাকার মনা শীল নামে সর্বাধিক পরিচিত ছিলেন। তিনি সরকারি ও বেসরকারী উদ্যোগে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক মঞ্চ নাটক, কৌতুক ও গান বাজনা করতেন। নাটকে মূখ্য চরিত্রে বিশেষ করে কুসংস্কারচ্ছন্ন সমাজের তাবিজ বিক্রেতা, ঘটক, মাতুব্বর হিসেবে মাতিয়ে রাখতেন মঞ্চ। হাসতে হাসতে ক্লান্ত হয়ে যেতেন দর্শনার্থীরা। তার পেশায়ও হাসি, ঠাট্টা, আমোদে রাখতেন সবাইকে। তার মৃতুতে গভীর শোক জানিয়েছেন নবীনগরের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্ট জনরা।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply