দুর্যোগকালীন এই সময়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের অসহায়দের পাশে দাড়ানোর আহ্বান জানালেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,ঢাকা মহানগর দক্ষিণের সাধারন সম্পাদক তারিক সাঈদ। এক ভিডিও বার্তায় ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত সকল থানা ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদেরকে অসহায়দের পাশে থেকে সাহায্য করার আহ্বান জানান তিনি।
ভিডিও বার্তায় তারিক সাঈদ বলেন প্রিয় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী,ভাই ও বোনেরা।আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। জানি আপনারা কেউ ভাল নেই। করোনা ভাইরাসের কারণে আমরা প্রজন্মের সবচেয়ে খারাপ সময় পার করছি। এ সময়ের জন্য আমরা প্রস্তুত ছিলামনা। আমরা প্রস্তুত ছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষীকী পালন করার জন্য। আমরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষীকী পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সেসময় এই বৈশ্বিক মহামারী বাংলাদেশের উপর আঘাত হানে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী,মানবতার মহান নেত্রী,বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জন্মশতবার্ষীকীর সব অনুষ্ঠান স্থগিত করে দলীয় নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেন। আমরা আমাদের ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ২৫ টি থানা ও ৭৫ টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে অসহায় মানুষের পাশে খাদ্যদ্রব্য,ঔষধ,স্যানিটাইজার,মাস্ক বিতরণ করে সাধ্যমত তাদের পাশে দাড়ানোর চেষ্টা করি। এই দীর্ঘসময়ে যে সমস্ত নেতাকর্মী মানুষের পাশে ছিল তাদেরকে
আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সকলের কাছে আহ্বান থাকবে যতদিন এই দুর্যোগকালীন সময় থাকবে ততদিন আপনারা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ ও স্থানীয় কাউন্সিলরের সাথে সমন্বয় করে একসাথে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকবেন। সামাজিক দূরত্ব বজায় রেখে,নিজেকে সুস্থ রেখে,পরিবারকে সুস্থ রেখে মানুষের সেবা করে যাবেন।মনে রাখবেন মানব সভ্যতার ইতিহাসে মানুষ কখনো হারেনি । বাঙালির ইতিহাসে বাঙালি কখনও হারেনি। ইনশাল্লাহ,আমরা এই যুদ্ধে জয়ী হবো। মহান রাব্বুল আলামীন আমাদের সকলের সহায় হোন। সকলে সুস্থ থাকবেন। ভাল থাকবেন। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply