বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য ফ্রী অ্যাম্বুলেন্স সুবিধা দেয়ার কার্যক্রম চালু করা হয়েছে। আজ বুধবার(২২ এপ্রিল) রাজধানীর কলাবাগান ক্লাব মাঠে এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ। উদ্বোধন কালে বক্তব্যে কভিড-১৯ কেউ আক্রান্ত হলে সঠিক সময়ে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ও করোনায় করণীয় সচেতনতামূলক বক্তব্য রাখেন।
এসময়ে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় সংসদ সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ। স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, করোনাভাইরাস এখন একটি বৈশিক সমস্যা। বিশ্বজুড়ে এ ভাইরাসের আক্রান্তে মানুষের মৃত্যু হচ্ছে। বাংলাদেশেও এর বিস্তার ঘটছে।সরকার বিষয়টিকে অতি গুরুত্ব দিয়ে নানা পদক্ষেপ নিয়েছে। স্বেচ্ছাসেবক লীগ অতীতের মতো দেশের এই বিপর্যয়েও সাধারণ মানুষের পাশে থাকবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন দেশে এমন সংকটময় পরিস্থিতিতে মানুষকে সেবা দিতে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সাধারণ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলে বিনা খরচে এ সুবিধা দেয়া হবে। পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই।এ বিপর্যয় কেটে যাবে,আমাদের সবাইকে সচেতন হয়ে উঠতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। এছাড়াও উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ। হটলাইনঃ০৯৬১১৯৯৯৭৭৭
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply