ফরিদপুরের আলফাডাঙ্গায় রেজাউল করিম নামে একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। তিনি উপজেলার পবনবেগ গ্রামের আ: ওহাবের ছেলে।
বুধবার ফরিদপুরের সিভিল সার্জন অফিস করোনা পজিটিভ রোগি হিসেবে তাকে শনাক্তের ঘোষণা দেন।বর্তমানে সে নিজ গ্রামের বাড়িতে চিকিৎসাধীন আছেন। উপজেলা প্রশাসন তার বাড়ি লকডাইন করেছেন।
গত মঙ্গলবার উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্স তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান জানান, আমরা সংবাদ পেয়ে নমুনা সংগ্রহ করে পরিক্ষায় পজেটিভ পাওয়া গেছে এবং তার পরিবাবের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জন কার্যালয় যোগে আইইডিসিআর এ পাঠানো হবে।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাশেদুর রহমান জানান, “রেজাউল করিম ঢাকা থেকে গত তিনদিন আগে এসে বাড়িতে অবস্থান করে সে। ধারনা করা হচ্ছে ঢাকাতেই করোনায় আক্রান্ত হয় সে। বর্তমানে তিনি আমাদের মেডিকেল টিমের চিকিৎসায় রয়েছেন।
এ ছাড়াও আলফাডাঙ্গায় করোনা সন্দেহে ১৯ জনের নমুনা সংগ্রহ করেছে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগের কর্মীরা। তাদের মধ্যে ১৫টি পরীক্ষার ফলাফল করোনা নেগেটিভ এসেছে। বাকী ৩ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply