করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ফরিদপুরের মধুখালী উপজেলার শ্রমজীবী, দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুর রহমান দোলন প্রতিষ্ঠিন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন বুধবার (২২ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার দরিদ্র মানুষের ঘরে ঘরে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়। সংস্থাটির স্বেচ্ছাসেবী এবং স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কাজে সহযোগিতা করেন।
কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম বলেন, ‘করোনার কারণে হঠাৎ করে কর্মহীন হয়ে পড়া কম আয়ের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যাভাব দূর করতে ফরিদপুর-১ আসনের জনমানুষের নেতা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলনের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে।’
শেখ শহিদুল ইসলাম বলেন, ‘চলতি মাসের শুরুর সপ্তাহ থেকে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের পক্ষ থেকে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি চলছে।’
প্রসঙ্গত, ইতিমধ্যে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের ত্রাণ ভান্ডারেও আর্থিক সহযোগিতা দিয়েছে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।
কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন সারা বছরই মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে। ইতোমধ্যে আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালীর প্রায় ১০ হাজার মানুষের চোখের চিকিৎসা, সহস্রাধিক মানুষের ছানি অপারেশন, সহস্রাধিক বেকার যুবক-যুবতীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে কাজের উপযোগী করে তোলাসহ স্বাস্থ্য, শিক্ষা বঞ্চিতদের জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply