বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী পৌর শহরের রায়-ফার্মেসী কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।. ৪০ টাকার হেক্সাসল ১৩০ টাকা.ও ১৩০ টাকার হেক্সাসল ৩০০ টাকায় বিক্রী করার অপরাধে এ জরিমানা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।ভোক্তা অধিকার সংরক্ষন আইন
২০০৯ এর ৪০ ধারায় এ জরিমানা করেন।।
এসময় বোয়ালমারী উপজেলা ক্যব এর সভাপতি মহব্বত’জান চৌধুরী উপস্থিত ছিলেন।।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply