গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া:-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস ৬০ হাজার ২১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান চিংড়ি মাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান হাওলাদার ৩৭ হাজার ১৪১ ভোট পেয়েছেন ।
অপরদিকে,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল খালেক হাওলাদার চশমা মার্কার স্বতন্ত্র প্রার্থী ৫০ হাজার ৫৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা তালা প্রতীক নিয়ে ৪১ হাজার ৭৭১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার প্রজাপতি প্রতীক নিয়ে ৫৫ হাজার ৮৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফেজা বেগম হাঁস প্রতীক নিয়ে ৩৪ হাজার ১১ ভোট পেয়েছেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply