করোনা ভাইরাসের জন্যে সৃষ্ট সংকটের কারণে নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নগদ-এর প্রতি আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে নড়াইলে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’। প্রতিষ্ঠানটি ১০০০ পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করে।
আজ শুক্রবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে কর্মচারীদের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা।
সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম সেখানে উপস্থিত ছিল।
নড়াইলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে নগদ’কে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply