:
বর্তমানে ভয়াবহ করোনাভাইরাস তথা কোভিড-১৯ মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘরে অবস্থানের নির্দেশনা পালিত হচ্ছে।সেই সঙ্গে করোনাভাইরাসের বিস্তাররোধে গত ২৬ই মার্চ হতে অফিস- আদালত,কল-কারখানা এবং স্কুল কলেজ বন্ধ ঘোষনা করা হয়েছে।বর্তমান পরিস্থিতে দেশের দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে খেটে খাওয়া, দিনমজুর ও প্রান্তিক জনগন কর্মহীন হয়ে পড়াতে পরিবার নিয়ে অনেকেই খাদ্য সংকটে পড়েছে।
এমন অবস্থায় ফরিদগঞ্জে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৪০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন। শুক্রবার সকাল ৮:০০টা থেকে দুপুর ৩:০০ ঘটিকা পর্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যে মটর সাইকেল যোগে বৃষ্টিতে ভিজে সংঘঠনের সদস্যরা কোন ছবি ছাড়া অসহায়দের দরজায় গিয়ে রমজানের উপহার সামগ্রী হাতে তুলে দেন।
রমাজানের উপহার সামগ্রীর মধ্যে ছিল;
১ কেজি ছোলা(বুট),১ কেজি চিনি,১ কেজি দেশি পেয়াঁজ, ২ কেজি আলু,১ কেজি মুড়ি,৫০০ গ্রাম চিড়া ও ৫০০ গ্রাম খেজুর।
সংগঠনের পরিচালক পারভেজ মোশারফ জানান,আমরা আগামীকাল রমজানকে সামনে রেখে আজকে বৃষ্টির মধ্যেও আমাদের ইউনিয়নের ৪০ টি পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী ঘরে ঘরে পৌছে দেই।তিনি আরো বলেন,তাছাড়াও আমরা দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে আমরা বিনামূল্যে রিক্সা- অটো চালকদের মাঝে মাস্ক বিতরন,এলাকায় সচেতনতামূলক লিপলেট বিতরন ও মসজিদে রোগমুক্তির দোয়া-করোনা প্রতিরোধে করনীয়তা উল্লেখ্য পেস্টুন বিতরন করি।
রমজানের উপহার সামগ্রী বিতরন করার সময় উপস্থিত ছিলেন,সংগঠনের(সাময়িক) হিসাবরক্ষক মোজাম্মেল,সদস্য হাচানমাছুম, জুয়েল,নাঈম, আরমান পাট:,বাছির মৌল্লিক।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply