:
বিশ্বব্যাপী ভয়াবহ করোনাভাইরাস তথা কোভিড-১৯ মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘরে অবস্থানের নির্দেশনা পালন করা হচ্ছে। সেই সঙ্গে করোনা ভাইরাস বিস্তাররোধে গত ২৬ই মার্চ হতে অফিস -আদালত,কল-কারখানা এবং স্কুল- কলেজ বন্ধ ঘোষনা করা হয়েছে।কর্মহীন হয়ে পড়াতে বর্তমানে দেশের দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে খেটে খাওয়া ও দিনমজুর এবং প্রান্তিক জনগোষ্ঠী অনেকেই খাদ্য সংকটে রয়েছে। ঠিক সেই সময়ে তাদের পাশে “মানুষ মানুষের জন্য” শ্লোগানে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন রবিন।
গতকাল শনিবার ও আজ রবিবার বৈরী আবহাওয়ার মধ্যেও ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের অসহায় একশত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ইফতার সামগ্রী বিতরণের এ কার্যক্রম শুরু করেন তিনি।
এর আগেও করোনা প্রাদুর্ভাব দেখা দিলে তিনি অসহায় ও নিম্ম ও নিম্ম-মধ্যবিত্ত ১২০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরন করেন। এ ছাড়াও তিনি এই দু:সময়ে ছাত্রলীগ কর্মীদের সাথে নিয়ে অসহায় কৃষকের ধান কেটে দেয়।
এই মানব সেবা মূলক কার্যক্রম সম্পর্কে কথা বলতে গেলে তিনি এই প্রতিনিধিকে বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে নয়, কিংবা নিজের প্রচারের জন্য নয়,দেশের একজন সচেতন নাগরিক এবং এই উপজেলার বাসিন্দা হিসেবে দেশের এই ক্লান্তিলগ্নে দায়িত্ব ও কর্তব্য বোধ থেকে এই কার্যক্রম হাতে নিয়েছি,বিশেষ করে যারা একেবারেই হতদরিদ্র, যাদের দিন এনে দিন খেতে হয়,এই অঘোষিত লক ডাউনের মধ্যে যাদের কারো কাছে হাত পাতার মত উপায় নাই,সে সকল খেটে খাওয়া মানুষদের মাঝে এই নিত্যপণ্য ইফতার সামগ্রী নিজ হাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়ে আসছি এবং আগামী দিনগুলোতেও এই কার্যক্রম অব্যহত থাকবে।
তিনি উপজেলাবাসীকে করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরো সচেতন হওয়ার জন্য আহবান জানান। সেইসঙ্গে পরিস্থিতি মোকাবেলায় উপজেলার বিত্তবানদেরকে দুস্থ্য-অসহায় মানুষদের পাশে দাঁড়ানোরও আহবান জানান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply