প্রসীদ কুমার দাসঃ- দীর্ঘদিন অপেক্ষা শেষে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত আলোচিত বনানী থানা কমিটি পূর্ণাঙ্গভাবে ঘোষনা করা হয়েছে।
গত ২৪শে মার্চ বিকাল ৫ ঘটিকায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বনানী থানা কমিটিতে গোপালগঞ্জের ছয় ছাত্রনেতাকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
উক্ত নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সাধারণ সম্পাদক পদে শেখ মেহেদী, সহ-সভাপতি শিকদার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মেহেদী, উপ-প্রচার সম্পাদক রাফসান আলী সরদারকে মনোনীত করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বনানী থানা কমিটির সহ-সভাপতি শিকদার সুমন বলেন, আমি সর্বদা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও বিশ্ব মানবতার জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মানে কাজ করে যেতে চাই। ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আমি গর্বিত। আমি দেশরত্নের বিশ্বস্থ ভ্যানগার্ড হিসেবে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি।
তিনি আরো বলেন, রাজনৈতিক অঙ্গণের পাশাপাশি ব্যক্তি জিবনে আমি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply