:
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জাহাঙ্গীর আলম চৌধুরী ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করেন। তিনি নবীনগর সরকারি কলেজের সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী। আর্ত মানবতার টানে তিনি পূর্ব ইউনিয়নের বগডহর, মোহল্লা, ধোপাকান্দা গ্রামে ৮০০ টাকা মূল্যমান ইফতার ও খাদ্য সামগ্রী প্রথম ধাপে ২০০ পরিবারকে বিতরন করেন। তার এই উদ্যোগে এগিয়ে আসেন সমাজের উচ্চবিত্ত ও এক দল যুবক। বিতরণকালে তিনি প্রতিটি সমাজের অর্থ-বিত্তবান মানুষদের আহবান করেন, অন্তত তাদের প্রতিবেশি অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য। তিনি জানান বাংলাদেশ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় এমপি এবাদুল করিম বুলবুল সাহেবের অনুপ্রেরণা ও মানবিক টানে তার সাধ্যমত সমাজের অসহায় মানুষের পাশে থাকার। তাছাড়া এই মাহে রমজানে পরম করুনাময় আল্লাহর উছিলায় করোনা ভাইরাসের মহামারি থেকে যেন দ্রুত মুক্তি পায় সেজন্য দোয়া করা হয়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply