রিয়াদুর রহমান নীল (কোম্পানীগঞ্জ, নোয়াখালী) :
হে রাত,
তুমি ঢেকে দাও আমাদের অপরাধ।
হে রাত,
তুমি ফুটপাতে থাকা শিশুদের বুকে কেনো ঢেলে দাও অশ্রুজল।
হে রাত,হে রাত,
তুমি বাংলার দুখিনী মায়ের অভাবী ঘরে তাণ্ডব চালাও,
অহরহ মেরে দাও তীব্র করুণ ফাঁদ।
হে রাত,হে রাত,
তুমি কী অন্ধ?
তুমি কী দেখো না ভালো মন্দ?
হে রাত,
তোমার বুকে নিত্য বেড়ে যায় অপরাধীর কালো হাত।
হে রাত,হে রাত,
তুমি ভেঙ্গে দাও তাদের হাত,
যারা অবৈধ পয়সা দিয়ে গড়েছে প্রাসাদ।
হে রাত, হে রাত,
তুমি আজ নিঠুর হও তাদের প্রতি,
অভাবী, গরীবের সম্পদ লুটে যারা হয়েছে কোটিপতি।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply