নোভেল করোনা ভাইরাস (কভিড-১৯) এই মহামারীতে আলফাডাঙ্গা উপজেলাবাসীকে এক ভিডিও বার্তায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আলফাডাঙ্গা উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন। ভিডিও বার্তায় শেখ দেলোয়ার হোসেন বলেনবিসমিল্লাহির রাহমানির রাহীম,প্রিয় আলফাডাঙ্গা উপজেলাবাসী।আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি নমস্কার।জানি আপনারা সকলেই আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।এমতবস্হায় আশা করি আপনারা ভাল আছেন।ভাল থাকেন,সুস্থ থাকেন এই দোয়া করি।প্রিয় উপজেলাবাসী আপনারা অবগত আছেন, সারাবিশ্ব আজ মহামারী করোনায় বিপর্যস্হ।আমাদের দেশও আক্রান্ত হয়েছে।এ রোগের প্রতিষেধক আবিষ্কারের জন্য পৃথিবীর কেমেষ্ট্রি বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন।তবে ভয়ের কিছু নেই,আমাদের দেশে যে পরিমান আক্রান্তের সংখ্যা,তার চেয়ে মৃত্যুর হার অনেক কম।করোনা বিষয়ে অবশ্যই আমাদের সচেতন ও সতর্ক নিরাপদে থাকতে হবে।সামাজিক দুরত্ব মেনে চলতে হবে।বিশেষ প্রয়োজন ছাড়া বাসা বাড়ি থেকে বের হওয়া যাবেনা।নিরাপদে বাসায় থাকলে করোনা সংক্রমণ অনেকাংশে কমে যাবে।মনে রাখবেন অসাবধানতার কারনে যে কেউ আক্রান্ত হতে পারে।একান্ত প্রয়োজনে বাহিরে গেলে মাস্ক হ্যান্ডগ্লাভস পরিধান করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য অধিদপ্তরের সকল নির্দেশনা মেনে চলতে হবে।হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে কমপক্ষে ২/৩ ঘন্টা পর পর মিনিমাম ২০ সেকেন্ড হাত ধুতে হবে।অপরিস্কার হাত দিয়ে নাক,কান,চোখ ছোঁয়া যাবেনা।নিয়মিত কুসুম গরম পানি লেবু দিয়ে পান করুন।ইতিমধ্যে আলফাডাঙ্গা উপজেলায় ৩৯ জনের স্যাম্পল/নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে,তন্মেধ্যে ১ জন আক্রান্ত,আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে আগত।সকলে ভাল থাকুন,সুস্থ থাকুন,ঘরে থাকুন,নিরাপদে থাকুন।আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply