:
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে বিশ্বজুড়ে চলছে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষেরা।এতে করে দরিদ্র জনগোষ্ঠী হয়ে পড়েছে অসহায়।
করোনায় ক্ষতিগ্রস্থদের ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে চাঁদপুর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলা শহরের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চাঁদপুরের ফায়ার সার্ভিসের সদস্যরা।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ ফরিদ আহমদের নেতৃত্বে হত দরিদ্র মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের একজন সদস্য মোঃ রফিকুল ইসলাম (ফায়ারম্যান) জানান,আমরা আমাদের রেশন ও বেতনের টাকা থেকে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে বিতরণ করি। রেশনের চাল, ডাল,আটা,তেল,চিনি সহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চাঁদপুরের বিভিন্ন গ্রামে বিতরণ করি।কর্মহীন ও অসহায় মানুষজন ত্রাণ পেয়ে খুশি হন এবং ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানায়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply