কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সহিংস ঘটনার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।
তিনি অভিযোগ করে বলেন, বিজয়ী চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের লোকজন
তার(মুজিবুর হাওলাদার)সমর্থক হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর এক তরফাভাবে হামলা করে চলেছে। এ পর্যন্ত তার দলের অন্ততঃ ২০/২৫ জন লোককে আহত করেছে। তারা এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অনেকে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বর্তমান চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান
প্রার্থী মজিবুর রহমান হাওলাদারের কোটালীপাড়াস্থ ঘাঘর এলাকার নিজ বাড়িতে
এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র অহিদুল ইসলাম হাজরা,
আওয়ামী লীগ নেতা নারায়ন চন্দ্র দাম, কাশিনাথ মন্ডল, অমর বৈরাগী, উপজেলা
ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরাসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা এবং হামলার শিকার পরিবার গুলোর সদস্যরা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান হাওলাদার অভিযোগ করেন, বিজয়ী চেয়ারম্যানের লোকজন যেভাবে
তার লোকজনের উপর হামলা করছে তারা ভয়ে থানায় মামলা করতেও ভয় পাচ্ছে।বিষয়টি তিনি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন বলে জানান।
তিনি জানান, এভাবে চলতে থাকলে এবং লোকজনের পিঠ দেয়ালে ঠেকে গেলে
কোটালীপাড়ার আইন-শৃংঙ্খলার ব্যাপক অবনতি হবার আশংকা রয়েছে।তিনি
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় যাতে আইন-শৃংঙ্খলা নষ্ট না হয় তার চেষ্টা চালাচ্ছেন।কিন্তু, যেভাবে হামলা হচ্ছে তার লোকের উপর তাতে পরিস্থিতি তারও নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে।
এলাকার অবস্থা ঠিক রাখতে তিনি সকল পক্ষকে ধৈর্য্য ধরার আহবান জানান এবং
প্রতিপক্ষের লোকজনকে নিরীহ লোকদের উপর হামলা বন্ধ করার আহবান
জানান।তা’নাহলে পরিস্থিতির অবনতি হলে এর জন্য নব-নির্বাচিত চেয়ারম্যান
দায়ী থাকবেন বলেও তিনি জানান।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply