পারভেজ মোশারফ :
পারভেজ মোশারফ(ক্যাম্পাস প্রতিনিধি,চাদঁপুর) :
দেশজুয়ে করোনা ভাইরাস পরিস্থিতে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা।করোনা ভাইরাস বিস্তার রোধে দেশে লকডাউন পালন করা হচ্ছে।এতে করে দেশের খেটে খাওয়া,দিনমজুর ও প্রান্তিক জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছে।এই অবস্থায় ফসল ঘরে তুলতে শ্রমিক ও আর্থিক সংকটে ভুগছে দেশের কৃষকেরা।
এই পরিস্থিতিতে পবিত্র মাহে রমজানে রোজা রেখে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মো:রাশেদ আলম ও সোহেল রানার নেতৃত্বে অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিল উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ ১লা মে(শুক্রবার) শ্রমিক দিবসে ভোরবেলা থেকে জুম্মার নামাজ পর্যন্ত উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের শ্রীরকালিয়া গ্রামের সেবা বাড়ির হতদরিদ্র কৃষক জনাব বাবুল সেবার পানিতে থাকা প্রায় ৬০ শতক জমির পাকা ধান কেটে পৌছে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এই মহতি সেচ্ছাশ্রমের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদল নেতা মো: রাশেদ আলম এই প্রতিনিধিকে বলেন,আগামীর রাষ্ট্রনায়ক ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে,কেন্দ্রীয় ছাত্রদলের পরামর্শে ধান কাটা কর্মসূচি শুর করি।তিনি আরো বলেন,আজ দেশের করোনা মহামারীর সংকটময় মূহুত্বে সেচ্ছাসেবী হিসেবে আমরা অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছি।
উপজেলার ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা বলেন,আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মোতাবেক আমরা ছাত্রদলের কর্মীরা সর্বসময় অসহায়দের পাশে থাকার চেষ্টা করি।তিনি আরো বলেন,দেশের এই ক্লান্তিলগ্নে আজ আমরা ১ম দিনের মতো অসহায় কৃষকের ধান কাটা কর্মসূচি হাতে নিয়েছি।তিনি আরো জানান,মানবতার কল্যানে আমরা ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদল সর্বসময় খেটে খাওয়া,হতদরিদ্র মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।
উল্লেখ্য হতদরিদ্র এই কৃষক জানান,বর্তমানে যখন শ্রমিক ও আর্থিক সংকটের এই সময়ে আমি চিন্তিত হয়ে পড়েছি। ঠিক সে সময়ে আমার মুখে হাসিঁ ফুটিয়েছে এক ঝাক তরুন।তারা সত্যিকার অর্থে আমার অনেক বড় একটা উপকার করেছে যা সত্যিই ভূলার মতো না।তিনি আরো বলেন,আমার এই ৬০শতক জমির ধান যা সম্পূর্ন পানির মধ্যে ছিল।তারা অনেক কষ্ট করে এই পানিতে থাকা ধান কেটে আমার বাড়িতে পৌছে দিয়েছেন।তাই আমি তাদের প্রতি পরম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধান কাটার এই সেচ্ছাশ্রম কর্মসূচিতে আরো অংশগ্রহন করেন,মো:রিফাত মোল্লা(সভাপতি-গল্লাক আর্দশ ডিগ্রি কলেজ ছাত্রদল),মো:রাসেল(সাধারন সম্পাদক-৫নং ইউনিয়ন ছাত্রদল),রাব্বি পাটোয়ারী(সহ-সভাপতি-৫নং ইউনিয়ন ছাত্রদল),শামীম হোসেন(যুগ্ম সাধারন সম্পাদক ৫নং ইউনিয়ন ছাত্রদল), মো: আলাউদ্দিন(সহ-সাংগঠনিক সম্পাদক ৫নং ইউনিয়ন).
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply