পঙ্গু ভাতা দাবি করায় নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবি করেছেন পঙ্গু প্রতিবন্ধী তারা মিয়া। সোমবার দুপুর ১২টায় ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তারা মিয়া উপজেলার বানা ইউনিয়নের উথলী গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, আমি ১৮ বছর ঢাকা চা বিক্রয় করে জীবন বাঁচিয়েছি। এখন বাড়িতে আছি। পঙ্গু ভাতা ও ত্রাণ দাবি করেছি আমার গ্রামের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যানের নিকট। কার্ড ও ত্রাণ না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছি। অভিযোগ করার পর থেকে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
বানা ইউনিয়নের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবীর বাবু তার সঙ্গে খারাব ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন তারা মিয়া। এছাড়াও তিনি একই গ্রামের জাহাঙ্গীর মোল্ল্যার বিরুদ্ধেও হুমকি দেওয়ার অভিযোগ করেন।
এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবীর বাবু বলেন, তারা মিয়া অপপ্রচার চালাচ্ছে- যা আমি সাংবাদিকদের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। আমার সঙ্গে তার কোন কথা কাটাকাটি হয়নি।
অভিযুক্ত ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্যা বলেন, এ ঘটনার কিছুই আমি জানি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুর রহমান বলেন, তারা মিয়ার অভিযোগ পেয়েছি এবং মৎস্য অফিসারের নিকট তদন্ত দিয়েছি। তারা মিয়াকে আমি ত্রাণও দিয়েছি।
সংবাদ সম্মেলনের আগে তারা মিয়া প্রায় একশত লোক ভ্যান ও নসিমনযোগে উপজেলা ইউএনও’র অফিসে যান। সেখানে উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন তাদের কথা শুনে পঙ্গু ভাতা ও ত্রাণ সহায়তার আশ্বাস দেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply