চলতি মৌসুমে শুরু হয়েছে কৃষকের বোরো ধান কাটা।এদিকে কালবৈশাখি ঝড়ের তান্ডবে মাঠে প্রায় হাঁটু পরিমাণ পানি।অন্যদিকে করোনা ভাইরাসের কারণে শ্রমিক ও আর্থিক সংকটে পড়েছেন কৃষকরা।সোনালী ধানের বাম্পার ফলন হলেও সেই ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠ জুড়ে ধান পেকে থাকলেও সেই ধান ঘরে তুলতে পারছে না কৃষক। সোনালী ধান নিয়ে হতাশায় ভেঙ্গে পড়া কৃষকের চোখে মুখে হাঁসি ফোঁটাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে, হাবিবুল্লাহ্ বাহার ইউনিভার্সিটি কলেজ শাখা ছাত্রলীগের বিল্পবী সাংগঠনিক সম্পাদক সজীব দত্তের নেতৃত্বে চাদঁপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৫নং পূর্ব গুপ্টী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ধারাবাহিক ভাবে দরিদ্র কৃষকদের ধান কেটে যাচ্ছে ৫নং পূর্ব গুপ্টী ইউনিয়ন ছাত্রলীগ।আজ ৪ঠা মে (সোমবার) ৫ম দিনের মতো, ৫নং পূর্ব গুপ্টী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অসহায় কৃষক সূবল সূত্রধর এর ধান কেটে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই ক্রান্তিলগ্নে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী। কৃষক শফিক গাজী জানান, আমার কাজকর্ম না থাকায় টাকার সমস্যা দেখা দিয়েছে।আর অন্য দিকে ধান পাকায় প্রায় দিশেহারা হয়ে পড়লাম।পরে খবর পেলাম ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে দিচ্ছে। তাদের কাছে গেলে তারা বিনা পারিশ্রমিকে আমার পাকা জমির ধান কেটে দেয়। এ ধান কেটে দেওয়ায় আমার খুব উপকার হয় এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।এই মহতি সেচ্ছাশ্রমের বিষয়ে জানতে চাইলে হাবীবুল্লাহ্ বাহার ইউনিভার্সিটি কলেজের সাংগঠনিক সম্পাদক সজীব দত্ত বলেন,জাতির জনকের ছাত্রলীগ সৃষ্টি করার মূল লক্ষই ছিল দেশ ও মানুষের কল্যাণের জন্য। প্রাকৃতিক দূর্যোগ থেকে শুরু করে করোনা মহামারী পর্যন্ত সকল ধরনের দূর্যোগে আমরা সবার আগে মানুষের পাশে। করোনা মহামারীতে অসহায় কৃষকদের আমরা বিনা মূল্যে ধান কেটে দিচ্ছি এবং সামনের দিনগুলোতে ও আমরা মানুষের পাশে থাকবো।সেচ্ছায় এই ধান কাটার সময় উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রলীগ কর্মীরা মধ্যে,অপূর্ব ভৌমিক,বিপ্লব সূত্রধর, লিংকন সূত্রধর,রিমন খাঁন, সফারুখ হোসেন,মামুন আব্দুল্লাহ,আকাশ গাজী সহ আরো অনেকে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply