করোনাভাইরাসে কুমিল্লা জেলায় আরো নতুন করে একজন স্বাস্থ্যকর্মীসহ পাঁচজন আক্রান্ত হয়েছেন। জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৬ জন। গেল ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে করোনা আক্রান্ত কোন রোগী সুস্থ হয়নি এবং মারাও যায়নি।
সোমবার কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুমিল্লা জেলায় নতুন করে পাঁচজন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা মহানগরে দুইজন, নাঙ্গলকোটে প্রথম দুইজন এবং চান্দিনায় একজন। চান্দিনায় আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট তিন হাজার ৫১৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে তিন হাজার ৯১ জনের। এর মধ্যে মারা গেছেন সাতজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
(ঢাকাটাইমস/১১মে/এলএ)
[ad_2]
Source link
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply