গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া : শিশু সুরক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য তিন বছরব্যাপী যৌথ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বান্ধাবাড়ী ইউপি ও ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। সোমবার উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে বান্ধাবাড়ী ইউপি ও কোটালীপাড়া এপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহব্বত আলী গোলদার ও ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভিয়া ডেইজী সই করেন। এ সময় বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব কাজী বাহাউদ্দিন, শিক্ষক কাজী আমজাদ হোসেন,বান্ধাবাড়ী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বাচ্চু হাওলাদার,ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply