টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্টে তারিফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার দিঘলকান্দী ইউনিয়নের নাটশালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিফ ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গত রবিবার রাতে ঝড়ে আরিফের ঘরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সকালে ঝড়ে ছিড়ে যাওয়া মেইন তার নিজেই মই দিয়ে উপরে উঠে ঠিক করতে যায় আরিফ। এসময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) ছাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন বলেন, ‘আমাদের অনুমতি ছাড়া কাজ করা ঠিক হয়নি।’
ঢাকাটাইমস/১১মে/পিএল
[ad_2]
Source link
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply