করোনা ক্রান্তিকালে ধান কাটার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন অসহায় ও গরিব চাষিরা। সেই গরিব চাষিদের পাশে দাঁড়িয়েছে নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং শেখ রেজাউল ইসলাম রেজুর নির্দেশনায় উপজেলা ছত্রদলের ছাত্রনেতা শাহরিয়ার সরদার সৌরভ নেতৃত্বে অসহায় কৃষকের জমির ধান কেটে দিল উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন- মোলা আজাদ মোমোরিয়াল সরকারি কলেজের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ সাব্বির হোসেন আদর, উপজেলা ছাত্রদল নেতা পলাশ হোসেন, পাঁচুপুর ইউনিয় ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল মাহমুদ অন্তর, কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সমন্বয়ক সুজন প্রামানিকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
অসহায় কৃষক উজ্জ্বল হোসেন বলেন, আমি গরিব মানুষ ধান কেটে নেয়ার মত টাকা কাছে নাই। তাছাড়া করোনার কারণে তেমন ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না। আমার বিষয়ে জানতে পেরে খোঁজ-খবর নিয়ে আজ এসে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ধান কেটে বাড়িতে তুলে দিল। আমাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সব সময় এমন ভালো কাজ করে যাবে এমনটাই আশা করছি।
উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা শাহরিয়ার সরদার সৌরভ বলেন, বিএনপি হচ্ছে মাটি ও মানুষের দল। তাই করোনার এ ক্রান্তিকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং শেখ রেজাউল ইসলাম রেজুর দিকনির্দেশনায় আমরা জানতে পারি উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচপাকিয়া মাঠে অসহায় কৃষক উজ্জ্বল হোসেন তার প্রায় এক বিঘা জমির ধান কাটতে পারেনি। বিষয়টি জানতে পেরে আমরা উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা তার জমির ধান কেটে পৌঁছে দিলাম। অসহায় কৃষকদের ধান কেঁটে দেওয়ার এ ধারা আমাদের অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/১১মে/এলএ)
[ad_2]
Source link
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply