ধান কাটা শ্রমিকদের বহনকারী বাস থেকে চাঁদা আদায়ের অপরাধে বগুড়ায় আলোচিত শাহীনুর রহমান ওরফে ঝটিকা শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহীন বগুড়া জেলা যুব শ্রমিকলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, উত্তরের জেলা নীলফামারীর জলঢাকা থেকে ধান কাটতে ৪৬ জন শ্রমিককে নিয়ে একটি বাস কুমিল্লায় যাচ্ছিল।
সোমবার ভোরে বগুড়া-ঢাকা মহাসড়কে ওই বাস থামিয়ে চাঁদার দাবিতে চালক ও তার সহকারীকে মারপিট করেন শাহীন। বগুড়া শহরের চারমাথা এলাকায় শাহীনসহ বেশ কয়েকজন বাসটির গতিরোধ করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহীন ও তার লোকজন বাস চালক মনির ও সহকারী রতনকে এলোপাথারি মারপিট করতে শুরু করে। এসময় বাসে থাকা ধানকাটা শ্রমিকরা ঝটিকা শাহীনকে আটক করে। পরে ওই মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মারপিটের শিকার বাসচালক মনির এই ঘটনায় বাদী হয়ে সোমবার শাহীনসহ ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। তিন দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনসহ বিকালে শাহীনকে আদালতে হাজির করা হয়েছে।
প্রসঙ্গত, এই শাহীন এ আগে ২০১৮ সালে বগুড়ার একজন কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্রধারণ করে তাকে ব্ল্যাকমেইল করেছিলেন। ওই ঘটনা বেশ আলোচিত হয়েছিলো দেশব্যাপি। পরে যুব শ্রমিক লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
(ঢাকাটাইমস/১১মে/এলএ)
[ad_2]
Source link
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply