গ্রিক সরকার করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে এবং গ্রীসে বসবাসরত অভিবাসীদের সুস্বাস্থ্য ও সুরক্ষার কথা চিন্তা করে গ্রিসে বৈধভাবে বসবাসের জন্য সব ধরনের অনুমতিপত্রকে পুনরায় স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ানোর জন্য তাদের জাতীয় সংসদে সিদ্ধান্ত নিয়েছে।
গত ২২ এপ্রিল গ্রিসের জাতীয় সংসদে দ্বিতীয় ধাপে স্বয়ংক্রিয়ভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত সেখানে বসবাসরত সব বৈধ অভিবাসীর রেসিডেন্স পারমিটের সময়সীমা বাড়ানোর ব্যাপারে সর্বসম্মতিতে পুনরায় সিদ্ধান্ত গৃহিত হয়েছে। গ্রিসের অভিবাসন ও এসাইলাম বিষয়ক মন্ত্রণালয় গত ৪ মে থেকে আইনটি কার্যকর করেছে।
এই আইন কার্যকর হওয়ার ফলে যারা এই করোনাকালে গ্রিসে কিংবা গ্রীসের বাইরে অবস্থান করছেন তাদের সাময়িক রেসিডেন্স পারমিট, ব্লে ভেবেয়োসি, ইদিকি ভেবেয়োসি বা গ্রীসে বসবাসের সব ধরনের বৈধ অনুমতিপত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে গেছে।
এছাড়া সব ধরনের এসাইলাম কার্ড যা ডিসেম্বর ২০১৯ থেকে ১১ মার্চ ২০২০ এর মধ্যে মেয়াদ শেষ হয়ে গেছে এবং করোনা ভাইরাসের কারণে যাদের কার্ডের মেয়াদ ১২ মার্চ ২০২০ থেকে ৩০ জুন ২০২০ তারিখের মধ্যে শেষ হচ্ছে, তাদের সব কাগজের মেয়াদ অফিস খোলার পর থেকে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের মেয়াদ শেষ হলে আরো পাঁচ মাস যোগ করে বাড়ানো যাবে। অর্থাৎ ৩০ জুন পর্যন্ত যাদের কার্ডের মেয়াদ আছে তাদের কাগজ ছয় মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যাবে।
করোনার প্রাদুর্ভাব কমতে থাকায় দীর্ঘ দিন বন্ধ থাকার পর সরকার আগামি ১৫ মে থেকে এসাইলাম অর্থাৎ শরণার্থীর জন্য আবেদনের অফিসগুলো আবার খুলে দেয়ার পরিকল্পনা করছে। তাই যাদের নতুন এসাইলাম কার্ড অথবা চূড়ান্ত সাক্ষাৎকারের তারিখ আগে থেকেই নেয়া আছে তারা অবশ্যই সরাসরি অফিসে যোগাযোগ করবেন। নির্দিষ্ট তারিখেই আপনাদের ইন্টারভিউ হওয়ার সম্ভবনা বেশি। আর যদি না হয় তাহলে পরবর্তী তারিখ জানিয়ে দেবে।
(ঢাকাটাইমস/১১মে/কেএম)
[ad_2]
Source link
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply