চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই করোনাভাইরাসের দাপটে কাঁপছে পুরো বিশ্ব। মারণ ভাইরাস করোনা ছড়িয়ে পড়েছে সৌদি আরবেও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার নয়শ ৬৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন নয়জন।
সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন দুইশ ৫৫ জন। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার কালো থাবা থেকে মুক্ত হয়ে আজ এক হাজার দুইশ ৮০ জন বাড়ি ফিরে গেছেন। আর মোট ১৩ হাজার সাতশ ৩৭ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। একশ ৪৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন।
সূত্র: গল্ফ নিউজ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply