করোনায় কর্মহীন হয়ে পড়া জেলার দুস্থ ও অসহায় মানুষের মাঝে দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারি খাদ্য সহায়তা বিতরণের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সোমবার দুপুর ১২টায় জামালপুর শহরের স্টেশন রোড জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ত্রাণ কার্যক্রমে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সরকারি ত্রান কার্যক্রম, রেশনকার্ড ও খাদ্য সহায়তা দলীয় দৃষ্টিকোণ দেয়া হচ্ছে। দুস্থ-অসহায় সাধারণ মানুষ সরকারি সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরো বলেন, কোন কোন জনপ্রতিনিধি সরকারি বরাদ্দের চাল বিতরণের উদ্দেশ্যে নিজ বাড়িতে উঠিয়েছেন। এছাড়াও সদর উপজেলার নরুন্দি, তুলশির চর, শাহবাজপুর ও শরিফপুরে সরকারি বরাদ্দের চাল আত্বসাৎ ঘটনা ঘটেছে, প্রশাসনের উদ্ধারে প্রমাণও মিলেছে। ইসলামপুরে পৌরসভার বরাদ্দ চাল নিয়ম বহির্ভূতভাবে উপজেলা ভাইস-চেয়ারম্যান উত্তোলন করেছে। সারা জেলায় এরকম অসংখ্য অনিয়মের ঘটনা ঘটেই চলছে।
সব অনিয়ম-দুর্নীতি বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি দলমত নির্বিশেষে অসহায় কর্মহীন মানুষ যেন ত্রাণ সহায়তা পায় তা নিশ্চিত করার আহবান জানান স্থানীয় প্রশাসনের প্রতি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম নবী, সাংগঠনিক সম্পাদক সজিব খান, দপ্তর সম্পাদক গোলাম রব্বানীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৭ মে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।
(ঢাকাটাইমস/১১মে/এলএ)
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply