সিলেটে প্রজননের জন্য আনা ছাগল না দেয়ায় আওয়ামী লীগ নেতার হামলায় আহত হয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) কাজী আশরাফুল ইসলাম। সোমবার দুপুরে সিলেটের টিলাগড় এলাকায় বিভাগীয় প্রাণি সম্পদ অফিসে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক রনজিত সরকারের অনুসারীরা এসে রনজিতের খাওয়ার জন্য প্রজননের জন্য আনা ছাগল দিতে বলেন। কাজী আশরাফুল দিতে রাজি হননি। পরে দলবল নিয়ে রনজিত সরকার গিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করে কাজী আশরাফের উপর হামলা চালান। অফিসের অন্যান্য কর্মকর্তাদেরও লাঞ্ছিত করেন তারা। হামলায় আহত আশরাফুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগ নেতা রনজিত সরকারের ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
(ঢাকাটাইমস/১১মে/কেএম)
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply